প্যারাসিটামল বা নাপা খেয়ে ঠোট ও চোখের এই অবস্থা

রোগীর সমস্যা ছিলো ১ দিনের জ্বর। পরের দিন ঠোট ও চোখের অবস্থা এরকম।

জ্বর হলে আমরা সচারাচর বাসায় ৯৯.৯৯% মানুষ কমন যেই মেডিসিন সেবন করি তা হলো প্যারাসিটামল ( বাজারে নাপা, ফাষ্ট, এসজ ইত্যাদি নামে পাওয়া যায়)

প্যারাসিটামলকে OTC ড্রাগ বলা হয় অর্থাৎ যে সকল মেডিসিন চিকিৎসক এর প্রেস্ক্রিপশন ব্যতিত ক্রয় করা যায় তা হলো OTC ড্রাগ।

আলোপ্যাথি প্রতিটা ড্রাগস এর রোগি ভেদে হাইপারসেনসেটিভ রিয়েকশন থাকে, সেটা হোক প্যারাসিটামল বা যে কোন মেডিসিন।

ড্রাগস নেওয়ার আগে আমরা কজনে জেনে নেই, এই মেডিসিন আমার দেহে কোন হাইপারসেনসেটিভ রিয়েকশন তৈরী করবে কিনা ?

আর যদি এটি প্যারাসিটামল হয় তাহলে তো কোন কথাই নেই, কারন আমরা অলিখিত ভাবে ধরেই নিয়েছি এটি সেফ ড্রাগ, কোন ক্ষতি নেই।

মূলতো ছেলেটির ঠোট এবং চোখে ফুস্কুড়ির মত যে রিয়েকশন দেখা দিয়েছে অর্থাৎ মেডিসিন এর হাইপারসেনসিটিভিটির কারনে এমন টা হয়ে থাকে।

আর সবচেয়ে বড় কথা এই রোগির হিস্ট্রিতে প্যারাসিটামল ছাড়া অন্য কোন ড্রাগ হিস্ট্রি ও নাই।

এলোপ্যাথি চিকিৎসক গন বায়োস্পি ও ইমিউনক্যামেস্ট্রি করে কনফার্ম হয়েছেন এটি Bullous reaction কারন হিসেবে ছিলো প্যারাসিটামল

এখনো সাবধান হন মুড়ির মত প্যারাসিটামল খাওয়া বন্ধ করুন!

রোগ হলে চিকিৎসক এর পরামর্শ নিন ধন্যবাদ।

1 thought on “প্যারাসিটামল বা নাপা খেয়ে ঠোট ও চোখের এই অবস্থা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *